বিআরটিএতে ৩ দালাল আটক

0

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয়, মেট্রো ও জেলা কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিভিন্ন অপরাধে চারটি মোটরযানকে বিভিন্ন মামলায় নয় হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের আটক করেন। অভিযানের নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট (আদালাত-১১) রুম্পা ঘোষ।
আটক তিনজন হলেন রাউজান উপজেলার মৃত ননী গোপাল দাসের ছেলে বাপ্পি দাস (৩৫), কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে মো. তাহের (৪০) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত আলী আজগরের ছেলে মো. সাইফুল্লাহ্ (৪২)।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তিন দালালকে হাতেনাতে আটক করেছি আমরা। এর মধ্যে বাপ্পি দাস ও তাহের সাত দিন এবং সাইফুল্লাহ্কে তিন দিনের বিনাশ্রম কারাদÐ প্রদান করা হয়। একইসাথে বিভিন্ন অপরাধে চারটি মোটরযানকে বিভিন্ন মামলায় সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।