ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গাড়ির গ্যারেজ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনোয়ার হোসেন বাবু নামে ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি বিআইডব্লিউটিএর সদরঘাট কার্যালয়ে ‘ইলেকট্রিশিয়ান’ হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে হাত-পা বাধা অবস্থায় লাশটি উদ্ধারের পর পুলিশের ধারণা, ‘চোর সন্দেহে’ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর বিডিনিউজের
যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল বলে জানতে পেরেছি। আমরা ধারণা করছি, তাকে ওই গাড়ি মেরামতের গ্যারেজে ঢুকতে দেখে চোর সন্দেহে গ্যারেজের লোকজন ধরে পিটুনি দেয়, এতে তার মৃত্যু হয়। সকাল সাড়ে ৬টার দিকের এই ঘটনার পর স্বজনদের মাধ্যমে খবর পেয়ে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ওসি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে নিয়ে এসেছি। দেখি পরিবার মামলা করুক, তারপর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকতেন আনোয়ার হোসেন বাবু। শুক্রবার ভোরে তিনি বাসা থেকে বের হন, পরে ওই গ্যারেজে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।











