চলমান রাফি স্মৃতি অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে অংশ নিচ্ছে বায়েজিদ স্পোর্টিং ক্লাব। নিবিড় অনুশীলনের পাশাপাশি শক্তিশালী ক্রিকেট কমিটিও গঠন করেছে তারা। গতকাল জালালাবাদ ওয়ার্ড কমিশনার ও ক্লাবের চেয়ারম্যান আলহাজ শাহেদ ইকবাল বাবুর নেতৃত্বে ১১ সদস্যের ক্রিকেট কমিটি গঠন করা হয়। কমিটির সম্পাদক পদে নির্বাচিত হন এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রাবেজ আহমেদ। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন একই গ্রুপের পরিচালক রাহীল আহমেদ। দায়িত্ব লাভের পর এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা ক্লাবটির উত্তোরোত্তর সাফল্য কামনা করেন তাঁরা। এরপর চলমান রাফি স্মৃতি অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ক্লাবটির ক্রিকেটারদের জন্য জার্সি হস্তান্তর করেন এই ঊর্ধ্বতন দুই কর্মকর্তা। বিজ্ঞপ্তি