বাহোপ চট্টগ্রাম জেলার সেমিনার

2

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ (বাহোপ) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘হোমিওপ্যাথি চিকিৎসায় চিকিৎসকদের ব্যর্থতা ও ভুলের কারণ এবং তার প্রতিকার’ শীর্ষক বিজ্ঞান সেমিনার ১৮ আগস্ট নগরীর চকবাজারস্থ বিজ্ঞান পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। বাহোপ চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য্যরে সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ও প্রবন্ধকার ছিলেন বাহোপ কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ ডা. আবদুল করিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা. সালেহ আহমেদ সুলেমান। দ্বিতীয় অধিবেশনে প্রবন্ধকার ছিলেন জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. কাবেরী দাশ। প্রচার সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মৃদুল কান্তি দে, জেলা সহ-সভাপতি ডা. মো. আব্দুর রহমান, ডা. এস.এম. ছালেহ জাহাঙ্গীর, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম। প্রবন্ধের উপর আলোচনা করেন ডা. ওমর ফারুক, ডা. অমিতা দেবী, ডা. রাহনুমা আক্তার সুখী, ডা. ফারজানা বাহার, ডা. মৃনাল কান্তি নাথ, ডা. এম. এ ফজল, ডা. কাবেরী বড়ুয়া, ডা. মাসুকা বেগম, ডা. বিমল কান্তি মজুমদার, ডা. সায়মাতুল জান্নাত, ডা. সঞ্চিতা বড়ুয়া, ডা. মেহেরুননেছা মিলি, শ্রাবন্তী ভট্টাচার্য্য, মামুনুর রশিদ প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসকের কর্তব্য সুস্পষ্ট ও সুনির্ধারিত। অর্গানন এর প্রথম সূত্রে হ্যানিম্যান বলেছেন ‘রোগীর স্বাস্থ্যের পুনঃসংস্থাপনই চিকিৎসকের একমাত্র মহৎ কর্তব্য।’ চিকিৎসকের এই কর্তব্য সুচারুরূপে সম্পন্ন করার উদ্দেশ্যে হ্যানিম্যান অর্গাননের বাকি ২৯০টি সূত্রই এই প্রথম সূত্রের উপর বিন্যস্ত করেছেন। কিন্তু আমরা তাঁর উত্তরসূরীরা হ্যানিম্যানের দেয়া এই নির্ধারিত কর্তব্য বেমালুম উপেক্ষা করে নীতি বিবর্জিতভাবে চিকিৎসাকার্য চালাচ্ছি আর রোগী আরোগ্যের ব্যাপারে প্রতিনিয়তই ব্যর্থতার সম্মুখীন হচ্ছি। বক্তারা আরো বলেন, রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করতে পারলে হোমিওপ্যাথি চিকিৎসায় যেকোন জটিল রোগী আরোগ্য করা সম্ভব। বিজ্ঞপ্তি