বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি উপজেলা পরিষদে একটি সরকারি প্রোগ্রামে অংশ নিয়ে বাড়িতে ফিরছিলেন। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান ইউনুস বাঁশখালী উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি। তিনি গত বছর জুনে অনুষ্ঠিত উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিএনজি প্রতীক নিয়ে বিজয়ী হন। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে একটি নাশকতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় তাকে আটক দেখানো হয়েছে।