বাস থেকে নামার সময় পড়ে মো. আব্দুর শুক্কুরের (৩৪) মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে দোহাজারী কেরানীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আব্দুর শুক্কুর পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাট এলাকার আবুল হাশেমের ছেলে।
জানা গেছে, ইট কেনার জন্য কেরানীহাট যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজারগামী একটি বাসে ওঠেন শুক্কুর। বাস থেকে নামার সময় বাস আবার চলতে শুরু করলে হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার বলেন, বাস থেকে পড়ে মাথায় আঘাত পাওয়া একজনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর বাংলানিউজের
এদিকে সীতাকুন্ডে গাছ পড়ে মো. হারুণ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে সীতাকুন্ড থানার বাড়বকুন্ড এলাকার নতুন পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপ-পরির্দশক আলাউদ্দীন তালুকদার বলেন, নিজ বাড়িতে গাছ কাঠার সময় গাছ পড়ে একজন গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।