হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কে বাস-কভার্ডভ্যান-মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো. সিরাজুল ইসলাম (৫৫) নামে পিকিং প্লান্টের গাড়িচালক নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ। গতকাল বৃহস্পতিবার বিকেলে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নস্থ ফতেয়াবাদ বালুরটাল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. সিরাজুল ইসলাম ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভুজপুরের মাওলানা জালাল সাহেবের বাড়ির মৃত মনির হোসেনের পুত্র। তবে তিনি পরিবার নিয়ে হাটহাজারী পৌরসভার মুন্সির মসজিদ এলাকার ভাড়াবাসায় বসবাস করেন।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) শিকলবাহা কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে হাটহাজারীর বাসায় ফিরছিলেন। এসময় তিনি বালুরটাল এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক কষে। এতে সিরাজুল ইসলামের মোটরসাইকেল পেছন থেকে কাভার্ডভ্যানের সাথে জোরে ধাক্কা লাগে। এর মধ্যে পেছনে থাকা একটি দ্রæতগামী বাস মোটরসাইকেলকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচরে যায়। তখন গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী সিরাজ। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত আরেকজনকে চমেক হাসহাতালে পাঠানো হয়েছে।
নিহত সিরাজুল ইসলামের সাবেক কর্মস্থল বিক্রয় ও বিতরণ বিভাগ হাটহাজারী বিদ্যুৎ অফিসে মাস্টার রুলে কর্মরত মিটার রিডার আবদুল মাবুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক সহকর্মী সিরাজুল ইসলাম এর আগে হাটহাজারী বিদ্যুৎ অফিসে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তিন সন্তানের পিতা সিরাজ বর্তমানে শিকলবাহা ৫০ মেগাওয়াট পিকিং প্লান্টে মাস্টার রুলে কর্মরত।
খবর পেয়ে রাউজান হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে থানার ওসি।