বাস কাউন্টারে প্রদর্শন করতে হবে ভাড়ার তালিকা

4

বিআরটিএ’র উদ্যোগে গত ৫ এপ্রিল চট্টগ্রামের বিভিন্ন বাসস্ট্যান্ডে ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘœ ও আনন্দময় করতে বাড়তি ভাড়া না নেওয়ার বিষয়ে বিভিন্ন গণপরিবহন কাউন্টারে বিআরটিএ অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা প্রেরণ করা হয়। এছাড়া বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ চট্টমেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ওমর ফারুক, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীরা।
নগরীর অলংকার, একে খান, দামপাড়া,বিআরটিসি, কদমতলী, নতুন ব্রিজ, চাঁদগাও-বদ্দারহাটসহ বিভিন্ন কাউন্টারে বিআরটিএ চট্টগ্রাম টিম সরজমিনে পরিদর্শন ও সতর্ক করে।
উল্লেখ্য, প্রত্যেকটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত না থাকলে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া গেলে ৬ এপ্রিল থেকে মোবাইলকোর্ট’র মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি