ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে স্বোচ্ছার হওয়ার আহবান জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গত ৮ এপ্রিল নিউমার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ, চট্টগ্রাম জেলা শাখার সদস্য আহমদ জসিমের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়। বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য আকরাম হোসেন, হেলাল উদ্দিন কবির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার আহŸায়ক জুবায়ের বীনা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি