সিলেটে বাসদ ও সিপিবির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও দমনপীড়ন বন্ধের দাবি জানিয়ে গতকাল ৪ নভেম্বর আন্দরকিল্লাহ মোড়ে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক এড. শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য জাহেদুন্নবী কনক প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সিলেটে ব্যাটারিরিক্সা বন্ধের প্রতিবাদে আন্দোলনে যুক্ত থাকায় পুলিশ বাসদ অফিসে বøকরেইড দিয়ে রিক্সাশ্রমিকসহ ২২ জন নেতাকর্মীকে এবং বাসা থেকে সিলেট সিপিবি নেতা এড. আনোয়ার হোসেন সুমনসহ ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসে পুলিশী অভিযান ও মিথ্যা হয়রানী মামলায় বিরোধী নেতাকর্মীদের এবং শ্রমজীবী মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালানো হতো। কিন্তু গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলেও রাজনৈতিক দলের অফিসে পুলিশী হামলা, মিথ্যা মামলায় গ্রেপ্তার নির্যাতন দেশবাসী প্রত্যাশা করে নাই। বর্তমান সরকারের আমলে একদিকে নতুন কর্মসংস্থান নাই, শত শত কারখানা বন্ধ হয়ে শ্রমিক বেকার হচ্ছে। স্বকর্মসংস্থানে যে সব মানুষ রিকশা, হকারি করে জীবন জীবিকা নির্বাহ করছে সেই রিকশা উচ্ছেদ করে শ্রমজীবী মানুষদের জীবন জীবিকার পথ বন্ধ করে তাদের পরিবার পরিজনসহ অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা যখন তাদের জীবিকা ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করছে তখন হামলা-নির্যাতন চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে, মিথ্যা মামলা দিয়ে জেলে পুরছে। এ ঘটনার মাধ্যমে মনে হয় যেন দেশ একটা পুলিশীরাষ্ট্র। আমরা অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং সকলের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই।
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিদেশি কোম্পানির স্বার্থে ও তাদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিতের জন্য কারও মতামতের তোয়াক্কা না করে চট্টগ্রাম বন্দরের ট্যারিফ ৪১ শতাংশ বৃদ্ধি, বন্দর এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞার মতো জনস্বার্থবিরোধী ও স্বৈরাচারী সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। রেটরের সাথে চুক্তি করার এক্তিয়ার অন্তর্র্ব্তীকালীন সরকারের নেই। সরকারের দেশবিরোধী এ চক্রান্ত রুখে দিতে আমরা চট্টগ্রামসহ সারা দেশের জনগণকে আহবান জানাই। নেতৃবৃন্দ লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে আগামী ৮ নভেম্বর শনিবার বিকাল ৩টায় পুরাতন স্টেশন চত্বরে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার গণসমাবেশ সফল করার আহবান জানান। বিজ্ঞপ্তি










