বাল্যবিবাহ, যৌতুক ও মাদক নির্মূলে চাই ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ

5

যৌতুক মাদক বাল্যবিবাহ এগুলো সামাজিক ব্যাধি। আর এই ব্যাধিকে নির্মূল করতে সরকারি বেসরকারি পদক্ষেপের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। আসুন আপনি আমি আমরা সবাই মিলে বাল্যবিবাহ যৌতুক মাদক নামক অভিশাপকে সমাজ থেকে নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি। জেলা শিল্পকলা একাডেমিতে মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত বাল্যবিবাহ যৌতুক ও মাদক বিরোধী সপ্তাহব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠানের সমাপনী দিবসের ক্যাম্পেইনে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। নেতৃবৃন্দ আরো বলেন, মানুষের মধ্যে সামাজিক নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত হলে তবেই সমাজ থেকে যৌতুক মাদক ও বাল্যবিবাহের মতো অভিশপ্ত, কলঙ্কময় অধ্যায়কে প্রতিরোধ করা সম্ভব। আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা, মানবিকতা, কর্তব্যবোধ ও দায়িত্বজ্ঞান সম্পর্কে সচেতন করার উপরও গুরুত্বারোপ করা হয়। উদযাপন পরিষদের চেয়ারম্যান এস এম সাহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবুল কাশেম। মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মতিউর রহমান সৌরভ প্রধান আলোচক এবং সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, বিভাগীয় কমিটির সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, সহ-সভাপতি হারুনুর রশিদ দিদার ও মো. নুরুন্নবী মিঞা, শরণ’র এক্সিকিউটিভ ডাইরেক্টর অলক বিকাশ বড়ুয়া, পুলিশ কর্মকর্তা সুজন বড়–য়া। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, নুর নবী রাজু, আমির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক আব্দুল কাদের প্রমূখ। ক্যাম্পেইন অনুষ্ঠানে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বাল্যবিবাহ যৌতুক মাদক কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিকার ও প্রতিরোধের দিক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি