চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ার খুটাখালীতে বালু মহাল ইজারা নিয়ে সংরক্ষিত বনের পাহাড় কাটা হচ্ছে। এই বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার সকালে চকরিয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
চকরিয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আগামী ১৬ জুলাইয়ের আগে কক্সবাজার পিবিআইয়ের পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলাকালে ঘটনার সাথে জড়িত যে কোন আসামিকে তদন্তের স্বার্থে গ্রেপ্তারের ক্ষমতা দিয়েছেন আদালত।
জানা যায়, সাম্প্রতিক খুটাখালী ইউনিয়নে একটি বালু মহাল উজারা দেন জেলা প্রশাসন। তা থেকে খুটাখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. আলী লিটন, সাইফুলের নেতৃত্বে ৫০ জনের একটি সিন্ডিকেট বালু উত্তোলন শুরু করে। যে স্থানটিকে বালু মহাল হিসেবে ইজারা দেওয়া হয়, সেখানে খালে বালু না থাকায় বালু সিন্ডিকেটটি তাদের নির্ধারিত স্থান থেকে সরে অন্য জায়গা থেকে বালু উত্তোলন শুরু করে। এ বালু উত্তোলনের ফলে বনের গাছের গোড়া থেকে মাটি সরে গিয়ে চরম ঝুঁকির মুখে পড়ে সংরক্ষিত গর্জন বাগান।
স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত ইজারাদার সিন্ডিকেটটি খালে বালু না পেয়ে সম্পূর্ণ অবৈধভাবে পার্শ্ববর্তী বনের পাহাড় কাটছে। এতে পাহাড় ও সংরক্ষিত বনের গাছ দুইটিই চরম হুমকির মুখে পড়েছে।
আদালত সূত্রে জানা যায়, মামলার আদেশে বন উজাড় করার ঘটনার সাথে কারা জড়িত এবং এই কর্মকান্ডে সহযোগী কারা, অপরাধ কোন কোন জায়গায়, কোন কোন তারিখ ও সময়ে সংঘটিত হয়েছে এবং অপরাধ সংঘটনের নেপথ্যে কে বা কারা জড়িত, আদালত তা জানতে চেয়েছেন।