স্পোর্টস ডেস্ক
নিজেদের মাঠে সুবিধা করতে পারেনি বার্সেলোনা। আতালান্তার বিপক্ষে করেছে ড্র। অপরদিকে জিরোনার মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। পরে প্রত্যাবর্তন করেছে তারা। নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো। চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাউন্ডে গতকাল রাত ২-২ গোলে আতালান্তার সঙ্গে ড্র করেছে বার্সেলোনা। আরেক ম্যাচে জিরোনাকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ৮ ম্যাচে ৬ জয় একটি করে ড্র ও হারে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্ব শেষ করেছে বার্সেলোনা। ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে বার্সা থেকে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আর্সেনাল তিনে থেকে নিশ্চিত করেছে শেষ ষোলো।