বার্সায় নতুন চ্যালেঞ্জ জিততে উন্মুখ গ্রিজমান

22

গত মৌসুমে বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া অঁতোয়ান গ্রিজমান ঠিকই কাম্প নউয়ে এলেন এক বছর পর। তবে এ নিয়ে কোনো পরিতাপ নেই ফরাসি ফরোয়ার্ডের। জানালেন, এখন নতুন চ্যালেঞ্জ জয়ের জন্য তিনি উন্মুখ।
রিলিজ ক্লজের ১২ কোটি ইউরো পরিশোধ করে গত শুক্রবার গ্রিজমানকে আতলেতিকো মাদ্রিদ থেকে দলে টানার কাজ শেষ করে বার্সেলোনা। শনিবার গ্রিজমান বার্সেলোনাতে আসেন। মেডিকেল পরীক্ষার পর রোববার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি সারেন। নতুন দলে ১৭ নম্বর জার্সি পরে খেলবেন রাশিয়া বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড।
আতলেতিকোতে পাঁচ বছরে ২৫৭ ম্যাচে ১৩৩ গোল করা গ্রিজমান এখন নতুন চ্যালেঞ্জের জন্য উন্মুখ হয়ে আছেন। গত বছর বার্সেলোনাকে ফিরিয়ে দেওয়ার কারণ হিসেবে পরিবারের কথাও বললেন গ্রিজমান।
“এখন আমার চ্যালেঞ্জ নিজের উন্নতির চেষ্টা করা, বার্সেলোনা দলে নিজের জায়গা করে নেওয়া, দারুণ এই ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ হওয়া এবং লিগ, কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করা। আমার অর্জনে এগুলো নেই।”