স্পোর্টস ডেস্ক
দুই দশকের বেশি সময় বার্সেলোনায় কাটিয়ে ২০২১ সালে ক্লাবটিকে বিদায় বলে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। পিএসজি ছেড়ে গত দেড় বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৩৭ বর্ষী মহাতারকা আবারও বার্সায় ফিরতে চলেছেন, উড়ে বেড়াচ্ছে এমন খবর। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের খবর, ২০২৬-২৭ মৌসুমের আগে মেসির সঙ্গে পুনরায় চুক্তি করতে বেশ আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। এর জন্য ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছে কাতালান ক্লাবটি। ২০২৬ ফিফা বিশ্বকাপের পর মেসিকে ফেরাতে বার্সেলোনা। তখন মেসির বয়স হবে ৩৯। অবশ্য চুক্তিতে বেশ কিছু শর্ত থাকবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
আটবারের ব্যালন ডি’অর বিজয়ী ইন্টার মিয়ামির হয়ে মেজর লীগ সকারে একাধিক রেকর্ড গড়ছেন এবং ক্লাবটিকেও বেশ কয়েকটি সাফল্য এনে দিয়েছেন। ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে চুক্তির বর্তমান মেয়াদ শেষ হবে মেসির। তবে ইন্টার মিয়ামির মালিকপক্ষের একজন জর্জ মাস গত নভেম্বরে জানিয়েছেন, মেসির সঙ্গে নতুন চুক্তি করার কথা।