গত ৯ সেপ্টেম্বর হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ প্রাঙ্গনে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) সমাবেশ উদ্যাপনের ৬ষ্ঠ দিনে আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, শাহ আমিনিয়া ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় জা’নশীনে আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আ’লা হযরত, আল আমিন হাশেমী দরবার শরীফ’র ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের সভাপতি পীরে ত্বরিকত আল্লামা শাহ্ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ও রসুলপুর চিশতিয়া নগর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম কাদেরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া বহুমুখি কামিল মাদরাসা’র প্রধান মুফাচ্ছির ওস্তাজুল ওলামা আল্লামা গাজী শফিউল আলম নিজামী (মা.জি.আ.)। বিশেষ আলোচক ছিলেন লালিয়ারহাট হোসাইনিয়া সিনিয়র মাদরাসা’র সাবেক অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। ভাটিয়ারী মীর জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা হাফেজ মুহাম্মদ ইকবাল আল কাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব, আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মুহাম্মদ শাহাদাত হোসাইন, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান ও দেশবরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরামগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ। প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা গাজী শফিউল আলম নিজামী বলেন, রাসুল পাক (দ.) ২৩ বছরের দাওয়াতী কার্যক্রমের সময়ে ১০ বছর অতিক্রম হওয়ার পর মদিনা নামক ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করে মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গেছেন শুধু এবাদত বন্দেগী করে সময় অতিক্রম করলে হবে না, সাথে সাথে রাষ্ট্র পরিচালনায় উম্মতে মোহাম্মদিকে সর্ববস্থায় প্রস্তুত থাকতে হবে। আজ বিশ্বব্যাপী মুসলমানরা রাজনীতি বিমুখ হওয়ার কারণে অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে। এই অধঃপতনের সময় অতিক্রম করে বিজয় সুনিশ্চিত করতে খানকায় বসে জিকির, মসজিদে বসে ইবাদত করলে হবে না, সাথে সাথে রাষ্ট্র পরিচালনায় নিজেদের মধ্যে দক্ষতা অর্জন করতে হবে। বিজ্ঞপ্তি