বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছাতে হবে। তাই ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সকল দায়িত্বশীলদের জ্ঞানগত যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা এবং মজবুতি অর্জন করতে হবে। তিনি বলেন, আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর পরিকল্পনা সাধারাণ মানুষের কাছে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। তিনি সকল দায়িত্বশীল ও কর্মীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দাওয়াতি পক্ষ সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান। দেওয়ান বাজারস্থ নগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত বায়েজিদ থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর মজলিশে শূরা সদস্য ও বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির ছিলেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সল মুহাম্মদ ই্উনুছ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, বায়েজিদ থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদের, থানা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা হাফেজ আবুল মনসুর, থানা সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড আমীর নুরুল আলম, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, মাওলানা মুনিরুল ইসলাম, আবু হানিফ দুলাল, নুরুল হুদা, মুজিবুর রহমান ও মোস্তফা রেজা। বিজ্ঞপ্তি