বায়েজিদে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশু

2

নগরের বায়েজিদ থানার বটতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে আট বছরের ফারজানা জান্নাত মুনতাহা নামের এক মাদ্রাসাছাত্রীর। সে বায়েজিদ বোস্তামী থানাধীন মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মুনতাহা রিকশা থেকে ছিটকে পড়ার পর কেমিক্যাল পরিবহনে ব্যবহৃত ট্যাংকারের নিচে চাপা পড়ে। এরপর নিথর দেহটি পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএমপির সহকারী কমিশনার (পাঁচলাইশ) বেলায়েত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার জন্য দায়ী কেমিক্যাল পরিবহনের ট্যাংকার জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। খবর বাংলানিউজ’র