স্পোর্টস ডেস্ক
কিছুদিন আগেই চ্যাম্পিয়নস লিগে ডিনামো জাগরেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করেছিল বায়ার্ন মিউনিখ। এবার বুন্দেসলিগায় ওয়ের্ডার ব্রেমেনের জালে গোল উৎসব করল ভিনসেন্ট কম্পানির দল। বুন্দেসলিগায় শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখার পথে কাল ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন। চার ম্যাচে চতুর্থ জয়ের রাতে গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন, মাইকেল ওলিসে, জামাল মসিয়ালা ও সের্গ জিনেব্রি। এর মধ্যে জোড়া গোল করেছেন ওলিসে। এ নিয়ে সর্বশেষ তিন ম্যাচে ২০ গোল করল বায়ার্ন। বুন্দেসলিগায় আগের ম্যাচে হোলস্টেইন কিয়েলের জাল তারা কাঁপিয়েছিল ছয়বার।
এদিকে প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে চেলসি ও লিভারপুল। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহ্যামকে বøুজরা ৩-০ গোলে হারিয়েছে। জোড়া গোল করেছেন সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন এবং কোল পালমার। অন্যদিকে অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। পাঁচ ম্যাচে চার জয়ে তাদের পয়েন্ট ১২।