পরপারে পাড়ি দিলেন গলফার সিদ্দিকুর রহমানের বাবা মোহাম্মদ আফজাল হোসেন। বার্ধক্যজনিত কারণে বুধবার রাতে মানিকদির নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। খবরটি সিদ্দিকুরের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
মৃত্যুর সময় মোহাম্মদ আফজাল হোসেনের বয়স হয়েছিল ৭৫ বছর। মানিকদির স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মোহাম্মদ আফজাল হোসেন তার মৃত্যুর সময় স্ত্রী, চার ছেলে, চার পুত্রবধূ, পাঁচ নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।