আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট খেলতে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। সেখানে সংবাদমাধ্যমে কথা বলেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টাইগার তারকা বলেছেন, পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বেশ শক্ত। তবে প্রথমদিকেই বাবর আজমকে আউট করতে চান। ‘আমার মনে হয় বাবর আজম পাকিস্তানের সবচেয়ে কঠিন ব্যাটার। তাকে আমাদের প্রথমদিকেই আউট করতে হবে।’
‘পাকিস্তান অধিনায়ক শান মাসুদ এবং বাবর আজম বিশ্বমানের খেলোয়াড়। আমাদেরও বোলিং লাইনআপ ভালো।
তাদের বিপক্ষে আমাদের ভালো বোলিং করতে হবে।’ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট। খেলা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট।