করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষদের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক বেলা খাবার দেওয়ার উদ্যোগের প্রশংসা করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি নিজেদের টুইটার পেজে দুঃস্থদের মধ্যে বাফুফের খাবার বিতরণের ছবি পোস্ট করে লিখেছে-বাংলাদেশের (অসহায়) মানুষ খাবারের জন্য সংগ্রাম করছে। প্রশংসনীয়ভাবে বাফুফে তাদের দুপুরের খাবার দিচ্ছে।”
জাতীয় দলের কোচ জেমি ডে ও দলের খেলোয়াড়রা বুধবার দেওয়া খাবারের ব্যয় বহন করেছে। ফিফার নজরে পড়েছে বিষয়টিও। টুইটারের মাধ্যমে তারা জেমিকে প্রশংসা করতেও ভোলেনি।