বান্দরবান পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

12

আসন্ন ৪র্থ দফা বান্দরবান পৌর নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা লটারির মাধ্যমে ২ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী, ২৯ জন সাধারণ কাউন্সিলর এবং ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর থেকে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। প্রার্থীদের পক্ষে ভোট চাইতে শহরে চলছে মাইকিং, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে লিফলেট বিতরণ করছেন সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পছন্দের প্রার্থীদের জন্য প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। নির্বাচন কমিশনার সূত্রে জানান, বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করছেন।
এদিকে সংরক্ষিত ২নং (৪, ৫, ৬) মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগ প্রার্থী এমেচিং এর বিপক্ষে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সদস্য সালেহা বেগম। দল থেকে মনোনয়ন না পাওয়ায় তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। গত মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ৪ নং ওয়ার্ডের দলীয় প্রার্থী দিলীপ কুমার বড়ুয়া ও ৯নং ওয়ার্ডের প্রার্থী আবুল কালাম দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করলেও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী সালেহা প্রার্থিতা প্রত্যাহার করেননি। এছাড়াও ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারুন গাজী দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তাদের বহিস্কার করার কথা থাকলেও এখনও কোন সিদ্ধান্ত আসেনি দল থেকে।