বান্দরবান পৌরসভার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

বান্দরবান প্রতিনিধি

নানা আয়োজনে বান্দরবান পৌরসভার ৪২ মবছর পূর্তি পালিত হয়েছে। প্রথমবার বান্দরবান পৌরসভা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বান্দরবান পৌরসভায় বেলুন উড়িয়ে ৪২বছর পূর্তির আনুষ্ঠিক উদ্বোধন করেন পৌর প্রশাসক এস. এম. মনজুরুল হক, উপ-পরিচালক- (ভা:প্রা:) স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয় বান্দরবান। উদ্বোধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধন প্রধান সড়ক প্রদিক্ষণ শেষের একই স্থানে এসে শেষ হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খতমে কোরআনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বান্দরবানের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে এই দিবসটি পালিত হয়।
এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট আবুল কালামের সভাপতিত্বে বান্দরবান পৌরসভার সভা কক্ষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বান্দরবান বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ওসমান গনিসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ব্যবসায়ী সমিতির-সভাপতি, সাধারণ সম্পাদক কাউন্সিলর বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এবং পৌরসভার সচিব, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।