বান্দরবানে ৮ রোহিঙ্গা আটক

1

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে অভিযান চালিয়ে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে জেলা শহরের বালাঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আবদুল করিম (৪৫), শামসুল আলম (৪০), আয়াতুল্লাহ (৩৫), কুল্লাহ মিয়া (৪৫), মুজিবুল্লাহ (২৫), মো. তৈয়ব (২২), করিম উল্লাহ (২২), সৈয়দুল্লাহ (২২)। আটককৃতরা সবাই কক্সবাজার উখিয়া ট্যাংকখালি ১৯ ক্যাম্পে বøক এ-১১ এর বাসিন্দা।
পুলিশ জানায়, ৮ জন রোহিঙ্গা নাগরিক বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বালাঘাটা এলাকায় অভিযান চালায় বান্দরবান সদর থানা পুলিশ। এসময় বালাঘাটার মুসলিম পাড়া এলাকা থেকে ক্যাম্প থেকে পালিয়ে আসা ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। রোহিঙ্গা মাঝি আবদুল করিম বলেন, গত দেড় মাস ধরে আমরা বালঘাটা মুসলিম পাড়া বিভিন্ন এলাকায় গাছ কাটার শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলাম।
এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, জেলা শহরের বালাঘাটা থেকে ৮ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের কক্সবাজার ট্যাংকখালী ক্যাম্প এ ফেরত পাঠানো হয়েছে।