বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লোকজ ক্রীড়া উৎসব। মঙ্গলবার বিকালে বান্দরবান জেলা শহরের স্থানীয় রাজার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই লোকজ উৎসব এর শুভ উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিব ইবনে রেজওয়ান। এসময় অন্যান্যদের মধ্যে জোন কমান্ডার এএসএম মাহামুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সাংগ্রাই এর তৃতীয় দিনে লোকজ ক্রীড়া উৎসবে স্থানীয় রাজার মাঠে ঐতিহ্যবাহী বলি খেলা, তৈলাক্ত বাঁশ আরোহন, যুবতীদের অংশগ্রহণে দড়ি টানাটানি, বালিশ খেলাসহ গ্রাম বাংলার বিভিন্ন খেলার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন পাড়া থেকে আগত মারমা তরুন তরুনী, যুবক যুবতীরা এসব খেলাধুলায় অংশ নেন।
এসময় উৎসব দেখতে হাজার হাজার মানুষ ভীড় করে রাজার মাঠ প্রাঙ্গনে। শুধু তাই নয়, দুরদুরান্ত থেকে আগত পর্যটকরাও উপভোগ করে সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা। সবার অংশগ্রহনে মারমাদের বর্ষবরনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে পাহাড়ী জেলা বান্দরবান। পরে লোকজ ক্রীড়া উৎসবে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।