বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা তথ্য অফিস বান্দরবানের আয়োজনে জেলা তথ্য অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজহিদ উদ্দীন।
আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, বান্দরবান বিশ^বিদ্যালয়ের গভর্নেন্স এন্ড ডেভলপমেন্ট স্টাডিজের প্রভাষক মুহাম্মদ ওয়াহিদুর রহমান, ছাত্র সমন্বয়ক আসিফ ইকবালসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার নতুন বাংলাদেশ বিনির্মণে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৪-২০২৫ এর আওতায় বান্দরবানে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি বেকার সমস্যা দূরীকরণের নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের বিশ^াস আজকে তরুণরা সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।