বান্দরবানে সমাজসেবা কার্যালয়ের কর্মশালা

1

বান্দরবান প্রতিনিধি

পাহাড়ে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে সমাজ সেবা অধিদপ্তরের ‘প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প’। এই প্রকল্পের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি,আত্মকর্মসংস্থান, আদি পেশার টেকসই উন্নয়ন,সামাজিক উন্নয়নসহ নান সুযোগ পাবে। এতে করে পাহাড়ি এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়া সম্ভব হবে। বুধবার বান্দরবান সদর উপজেলা পরিষদ হলরুমে সমাজ সেবা কার্যালয় আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এসময় বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ হলেও আবহমানকাল থেকে এই জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর। বর্তমানে কর্মক্ষম মানুষগুলি দিন দিন বেকার হয়ে যাচ্ছে। তাই প্রযুক্তির সংষ্পর্ষে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এদের পেশাকে আধুনিকায়ন করে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরর্ণে বর্তমান সরকার কাজ করছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের সঞ্চালনায় কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরামনি, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মিলটন মুহুরী, তানজিল আহমেদ চৌধুরীসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,এনজিওকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।