বান্দরবান প্রতিনিধি
সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বান্দরবানে ১২ সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতি মিছিল ও জনসচেতনতা মূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বৃহষ্পতিবার বিকালে এই সম্প্রীতির মিছিল ও পথনাটক অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন দলে দলে স্থানীয় রাজার মাঠে এসে জড়ো হয়। পরে সেখান থেকে ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চ এসে শেষ হয়। সেখানে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাস বিরুদ্ধে এক পথনাটক অনুষ্ঠিত হয়। পাহাড়ে হানাহানি, সংঘাত ও সন্ত্রাসী কর্মকান্ড বাদ দিয়ে শান্তির আহবান জানানোর জন্য এই সম্প্রীতির মিছিল ও পথনাটকের আয়োজন করা হয়। এই সম্প্রীতির মিছিল ও পথনাটকের মাধ্যমে জনগণকে জানাতে চাই, পাহাড়ের সাধারণ জনগণ সন্ত্রাসী কর্মকান্ড চাই না, তারা চাই শান্তি ও সম্প্রীতি। তাই যারা পাহাড়ের সম্প্রীতি নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা যেন সস্ত্রাসী কর্মকান্ড বাদ দিয়ে শান্তির পথে ফিরে আসে মিছিলের মাধ্যমে এ আহবান জানান। বাঙালিসহ ১২ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেয়।
এদিকে সম্প্রীতির সমাবেশে পাহাড়ি-বাঙালি নেতৃবৃন্দ বলেন-অপ্রীতিকর ঘটনা এড়াতে শান্তি ও সম্প্রীতি সমাবেশ হয়েছে। বান্দরবান শান্তি ও সম্প্রীতির জায়গা, এখানে পাহাড়ি-বাঙালি ১২টি সম্প্রদায় দীর্ঘকাল ধরে ভ্রাতৃত্বের বন্ধনে বসবাস করে আসছে, সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম জেলা বান্দরবান। সম্প্রীতির বান্দরবানে যাতে কোনো সম্প্রদায়ের মধ্যে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সবাই একসাথে থাকব।