বান্দরবানে লকডাউনেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন

14

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সরকার ঘোষিত দ্বিতীয়দিনের লকডাউনেও পার্বত্যজেলা বান্দরবানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নিত্যপণ্যের দোকান ছাড়াও সব ধরণের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। মাস্ক ছাড়াই অবাধে ঘোরাফেরা করছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও উঠতি বয়সী তরুণরা আড্ডা দিচ্ছিল। জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দূর পাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে না গেলেও জেলা শহরে প্রতিদিনের মতোই বিভিন্ন অজুহাত দিয়ে কেউ কেউ সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল এবং রিকশায় চলাচল করছেন। এসব লোকজনের মাঝে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বালাই ছিল না। আইন-শৃঙ্খলাবাহিনীরও কোনো তৎপরতা দেখা যায়নি।
স্বাস্থ্যবিধি লঙ্ঘণের এই পরিস্থিতিতে জেলায় বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৮ জন। আক্রান্তদের মধ্যে ৭ জন বান্দরবান সদরের ও ১ জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।
বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রূ মারমা জানান, এ পর্যন্ত বান্দরবানে ৬ হাজার ৫০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৬ হাজার ১০৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৪৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ৯০৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে এই পর্যন্ত ১৬ হাজার ৬৭৯ জন করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে এবং সবাই সুস্থ রয়েছেন।
তবে মানুষের মাঝে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে প্রশাসন। অনেক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা করার পাশাপাশি মাস্ক বিতরণ করতে দেখা গেছে।