বান্দরবান প্রতিনিধি
ভূমিধসের ক্ষয়-ক্ষতি ও প্রাণহানি কমিয়ে আনার লক্ষ্যে ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় ও সিআরএস এর কারিগরী সহযোগিতায় কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল এবং স্থানীয় দুইটি সহযোগী এনজিও, তহ্জিংডং এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন-এর সাথে বান্দরবান সদর উপজলা, লামা উপজেলা ও কক্সবাজারের টেকনাফ উপজলার আওতাধীন মোট ৯টি ইউনিয়নে “ভূমিধসের পূর্ব সতর্কতা এবং আগাম পদক্ষেপ গ্রহণে সহায়তামূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।প্রকল্পের আওতায় বান্দরবানের বৃহস্পতিবার হলিডে ইন রিসোর্ট এর হলরুমে “ভূমিধসের পূর্ব সতর্কীকরণ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা ” আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা এর আবহাওয়াবিদ এস. এম. কামরুল হাসান, আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশীদ, পরিচালক-অর্থ ও প্রশাসন, কারিতাস বাংলাদেশ এর রিমি সুবাস দাশ । এসময় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বেগম রাজিয়া সুলতানা, রাইমস এর ক্লাইমেট সার্ভিস এক্সপার্ট আসিফ উদ্দীন বীননূর , কারিতাস বাংলাদেশ কেন্দ্রিয় কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরের বিভাগীয় প্রধান আলেক্স জান্ডার ত্রিপুরা। এছাড়াও বান্দরবান জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের জেলা প্রতিনিধিবৃন্দ, সরকারি প্রতিনিধিবৃন্দ এবং বেসরকারি সংস্থার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের জেলা প্রতিনিধিবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিবৃন্দ, হেডম্যান-কারবারী বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কর্মশালা সঞ্চালনা করেন প্রকল্পের ডিআরআর স্পেশালিস্ট প্রিয়াংকা নাগ। কর্মশালায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পক্ষ থেকে কর্মশালার বিষয়ের উপর উপস্থাপন করেন ড. মো. বজলুর রশীদ, রাইমস এবং কারিতাস বাংলাদেশ তরফ থেকে পেপার উপস্থাপন করা হয়।