বান্দরবানে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

23

বান্দরবান নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্র্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আলোচনা সভায় এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দাউদুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা সমাজসেবার উপ-পরিচালক মিল্টন মুহুরী, বান্দরবান সদর হাসপাতালের ডা. মাহাতাব উদ্দিন, সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স শিক্ষক সত্যজিৎ মজুমদারসহ সুশীল সমাজের প্রতিনিধি ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। এ সময় প্রধান অতিথি বলেন, আমাদের সমাজে অসংখ্য দৃষ্টিপ্রতিবন্ধী লোক আছে। কিন্তু সমাজে অনেকে তাদেরকে অবহেলা ও অবজ্ঞা করে থাকে। এমনকি নিজ পরিবারের সদস্যদের কাছেও অনেকে অবহেলার স্বীকার। কিন্তু তারা আজ অবহেলিত নয়। সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূর্চীতে সম্পৃক্ত করে তাদেরকে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। তারাও আজ দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে আসছে। তাই তাদেরকে অবহেলা না করে সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে গণ্য করা উচিৎততিনি আরও বলেন, বর্তমান সরকার দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করার জন্য উচ্চ শিক্ষা সহ বিভিন্ন সরকারী সরকারি চাকুরীতে প্রাধান্য দিয়ে আসছে। এ ব্যাপারে তিনি সরকারের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।