বান্দরবান বিভিন্ন স্থানে প্রায় ১৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর এর উদ্ধোধন করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপি। বৃহস্পতিবার সকালে এলজিইডির তত্ত্বাবধানে নির্মিত সদর উপজেলার যৌথখামার-নীলাচল রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও টংকাবতি ভায়া চিম্বুক আরএন্ড এইচ পর্যন্ত,নীলাচল-মিলনছড়ি রাস্তার উন্নয়ন এবং সুয়ালক ইউনিয়ন পরিষদ কার্যালয় হতে সুলতানপুর পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর,সুয়ালক উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন এর ভিত্তিপ্রস্তরসহ ৫টি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ানুল হক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহঙ্গীর,সদর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সুয়ালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কুদ্দুছ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য লীক্ষ পদ দাশ,সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশসহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পার্বত্য মন্ত্রী উদ্ধোধন শেষে সুয়ালক সুলতাপুর এলাকায় জনসভায় বক্তব্য রাখেন। এদিকে উন্নয়ন প্রকল্প উদ্ধোধন শেষে সুলতানপুর এক জনসভায় পার্বত্য মন্ত্রী বলেন,সরকার পার্বত্য এলাকার মানুষের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে যাচ্ছেন। পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।এ লক্ষে নতুন রাস্তা, রাস্তা প্রস্থত করণ ও নতুন আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।পার্বত্য মন্ত্রী আরোও বলেন, আওয়ামী লীগ ব্যাতিত অতীতে কোন সরকারই বান্দরবানসহ তিন পার্বত্য জেলার উন্নয়নে কাজ করে নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই বান্দরবান সহ পার্বত্যাঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার আন্তরিকতায় ও ইচ্ছায় উন্নয়নে বদলে যাচ্ছে বান্দরবান।