বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

23

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রুবেল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের কানাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ঝালকাঠি জেলার বাসিন্দা।
পুলিশের সূত্র জানায়, শনিবার দুপুরে গাছ কাটতে উঠে রুবেল। এসময় গাছের একটি ঢাল বিদ্যুতের তারে গিয়ে পড়ে। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয় রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, নিহতের লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।