বান্দরবান প্রতিনিধি
‘মুজিবর্ষের আহ্বান পরিচ্ছন্ন বান্দরবান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার সকালে বান্দরবান মুজিববর্ষ উদযাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযানের শোভাযাত্রা বের করে, এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে শোভাযাত্রার মধ্য দিয়ে সড়কের আশেপাশের ব্যবসায়ীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। সড়কে যেনতেনভাবে ময়লা আর্বজনা না ফেলে দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও অসুস্থতাবোধ করলে ডাক্তারের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ জানান শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। পরিচ্ছন্নতা অভিযানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা সরোয়ার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্তকর্তা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই প্রত্যেক ব্যক্তিকে তার নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এসময় মন্ত্রী আরো বলেন, বান্দরবান একটি পর্যটন এলাকা, এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক ভ্রমণ করতে আসে, তাই আমাদের সকলেই উচিত এই পর্যটন শহরকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।