বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পৌর এলাকার গরীব অসহায় রোগীদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে পাঠানোর জন্য তাৎক্ষণিক পরিবহন সেবাদানের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত এই নাগরিক সেবা নামের অ্যাম্বুলেন্স এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
নাগরিক পরিষদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে থানজানা লুসাই বলেন, পাহাড়ের অনেক অসহায় রোগী অ্যাম্বুলেন্সের অভাবে চট্টগ্রাম বা অন্য কোথাও যেতে পারে না। আশা করি এই পরিবহনের মাধ্যমে সহজেই মুমুর্ষ রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে পারবে। বান্দরবানবাসীর সেবায় ব্যক্তি উদ্যোগে সুলভমূল্যে রোগীদের বহনের জন্য এমন একটি অ্যাম্বুলেন্স সেবা চালু করায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমানকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন-গরিব রোগীদের হাসপাতালে যাতায়াতের সুবিধার্থে ও বান্দরবানবাসীর ভোগান্তি কমাতে নাগরিক সেবা নামে একটি অ্যাম্বুলেন্স চালু করেছি। কম খরচে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হবে আর গরিব রোগীদের জন্য চেষ্টা করবো ফ্রিতে সেবা দিতে। দিন-রাত ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সটি চালু থাকবে।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ডিজিএফআইয়ের কর্নেল জিএস আসাদুল্লাহ জামশেদ, জেলা পরিষদের সদস্য অ্যাড. আবুল কালাম, মো. নাছির উদ্দীন, খুরশিদা ইসহাকসহ নাগরিক পরিষদের সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।