বান্দরবানে জামায়াতের আমীর নভেম্বরেই গণভোট দিতে হবে

1

বান্দরবান প্রতিনিধি

পাঁচ দফা দাবিতে বান্দরবানে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ বলেছেন, অবিলম্বে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরেই গণভোট দিতে হবে এবং জুলাই সনদের আইনি মর্যাদা প্রতিষ্ঠা করেই তার ভিত্তিতে ফেব্রæয়ারি মাসে জাতীয় নির্বাচন করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর ২০২৫ এর মধ্যে গণভোট আয়োজন সহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যেভাবে হারিয়ে যাচ্ছে, আপনারাও সেভাবে হারিয়ে যাবেন। সময়ের ব্যবধানে আপনারা হারিয়ে যাবেন। কারণ আওয়ামী লীগের ¯েøাগান শিখে আপনারাও দিতে শুরু করেছেন। অতএব, হারিয়ে যেতে আর খুব বেশি সময় লাগবে না। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের নির্বাচন ইতোমধ্যেই গণদাবিতে পরিণত হয়েছে। নমিনেশন বাণিজ্য, পেশিশক্তি, কালোটাকার ব্যবহার বন্ধ করা এবং পুনঃফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ রুদ্ধ করতে পিআর সিস্টেমের কোন বিকল্প নেই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন-পৌর আমীর মো. হারুন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবদুল আওয়াল, জেলা যুব ও মিডিয়া সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা মানবসসম্পদ সম্পাদক বশর মাহমুদ, জেলা অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর সেক্রেটারি এডভোকেট শাহনেওয়াজ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।