বান্দরবানে কমিউনিটি পুলিশের প্রীতি কাবাডি ম্যাচ

20

বান্দরবানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমিউনিটি পুলিশিং ফোরাম ও জেলা পুলিশের আয়োজনে গতকাল শুক্রবার বিকালে বান্দরবান রাজার মাঠে পুলিশ একাদশ দল বনাম পৌরসভা একাদশ দলের মধ্যে প্রীতি কাবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে প্রীতি কাবাডি ম্যাচে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, মুহাম্মদ আলী হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোবাশ্বের হোসেন, সহকারি পুলিশ সুপার নিত্যানন্দ দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।
খেলায় পুলিশ একাদশ দল ৫০-২৯ পয়েন্টে পৌরসভা একাদশ দলের বিপক্ষে জয়লাভ করে।