বান্দরবানের জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ (২৯) আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার রাত ১টার দিকে তিনি জেলা শহরের বালাঘাটাস্থ নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে জেলা শহরের বালাঘাটাস্থ নিজ বাসার ছাদের বিম এর সাথে ফাঁস লাগানো অবস্থায় পরিবারের লোকজন ও বন্ধুরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার কয়েকজন বন্ধু জানান, তিনি আত্মহত্যার আগে ফাঁসির দড়িতে ঝুলে পড়ছে এমন একটি ছবি তার এক বন্ধুকে ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠান। আর বিষয়টি এই বন্ধু পংকজের অন্য বন্ধুদের জানালে তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে বালাঘাটাস্থ বাসায় যান এবং তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে জনপ্রিয় কন্ঠশিল্পী পংকজ দেবনাথ এর মৃত্যুর সংবাদ জানাজানি হলে তার বন্ধুমহল ও স্থানীয় শিল্পীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সদর হাসপাতালে তাকে এক নজর দেখতে ভিড় করে স্থানীয় বাসিন্দা ও শুভাকাক্সিক্ষরা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, কন্ঠশিল্পী পংকজ দেবনাথ এর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।