বান্দরবানে উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন

1

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান সেনা জোনের অধিনায়ক লে.কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনের প্রশংসা করে তিনি আরো বলেন, পাহাড়ে সেনাবাহিনী ক্রীড়ার উন্নয়নে কাজ করছে। ভবিষ্যতেও ক্রীড়ার সঙ্গে থাকতে চায় সেনাবাহিনী। এসময় তিনি খেলোয়াড়, দর্শকদের স্বসস্ফূর্ত অংশ গ্রহণে রোয়াংছড়ি পাহাড়ী এলাকা মাতিয়ে তোলায় উপ¯ি’ত সকলকে ধন্যবাদ জানান। শনিবার বিকেলে রোয়াংছড়ি উ”চ বিদ্যালয় মাঠে সম্প্রীতির মিছিলে বান্দরবান শ্লোগানে উপজেলা ভিত্তিক ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন। বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্টপোষকতায় আয়োজিত উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্টে উপজেলা পর্যায় থেকে ৯টি টিম অংশ নেয়। যার মধ্য থেকে ফাইনালে প্রতিদ্বন্ধিতা করেন বান্দরবান সদরের লাইমীপাড়া ও আলীকদম টিম। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় আলীকদম দূরন্ত চৌমুহনী দল। এর আগে প্রীতি ম্যাচে টিম বান্দরবান ও বাংলাদেশ পুলিশ মহিলা দলের মধ্যকার খেলায় জয়লাভ করে পুলিশ দল। এসময় বিপুলসংখ্যক দর্শক তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলা উপভোগ করেন। ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সাব জোনের মেজর এম এম ইয়াছিন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সিনিয়র সহসভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক থুইসিং প্রæ লুবু, ভলিবল টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব রাজেস দাশসহ স্থানীয় হেডম্যান ও নেতৃবৃন্দ।