বান্দরবানে প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন র্শীষক প্রকল্পের উপ কারভোগীদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বান্দরবান সদর উপজেলার রেইছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি উশৈসিং উপস্থিত থেকে গাভী বিতরণ করেন। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আশীষ কুমার বড়–য়া,অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এদিকে গাভী বিতরণ পূর্বে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, পার্বত্য এলাকায় আর কোন মানুষ গৃহহীন থাকবে না। দেশের প্রতিটা মানুষের জন্য আশ্রয়নের উদ্যোগ নিয়েছে সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা। পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের অসহায় মানুষের জীবন মানন্নোয়নের লক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং ইতি মধ্যে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আলোচনা সভা শেষে রেইছা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল ও প্রান্তিক পরিবারের নারী উন্নয়নে গাভী পালন র্শীষক প্রকল্পের ৩০জন উপ কারভোগীদের মাঝে গাভী বিতরণ করেন পার্বত্যমন্ত্রী।