বান্দরবানে ইয়াবা পাচারকালে দুই নারী আটক

23

বান্দরবানে অকায়দায় ইয়াবা পাচারকালে দুই নারীকে আটক করেছে পুলিশ। তাহলেন মে চাকমা ও উক্যাংতঞ্চঙ্গ্যা। তাদের বাড়ি কক্সবাজেলার উমোচাং খোলায়। গতকাল বুধবার সকালে বান্দরবান সদর থানা পুলিশ এ তথ্য জানায়।
পুজানায়, বান্দরবান সদর থানার অইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ও এসআই জাদুল ইকবালের নেতৃত্বে একদল পুবান্দরবান বাসস্টেশনের পেট্রোল পাম্প এলাকায় অচালায়। সেখানে অভিনব কায়দায় প্যান্টের মধ্যে সেলাই করে বিন্ন ধাপে ১৩টি পরপ্যাকেটে ২ হাজার ৬শ পিস ইয়াবা বহন করে নিয়ে যাবার সময় পুতল্লাকরে ইয়াবাসহ দুই নারীকে আটক করে।
এদিকে বান্দরবানের অক্ত পুসুপার (সদর সার্কেল) মো. রেজা সরোয়ার বলেন, ২ হাজার ৬শ পিস ইয়াবাসহ ২ জন নারীকে আটক করা হয়েছে। তারা প্যান্টের পকেটে অকায়দায় সেলাই করে ধাপে ধাপে এ ইয়াবা পাচার করছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।