বান্দরবানে অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

29

বান্দরবানে অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বান্দরবান সচেতন শিক্ষার্থী এবং নাগরিক সমাজের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লেলুং খুমীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো.ইসলাম মাহামুদ, কামাল পাশা, জেলার সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমাসহ বান্দরবানের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার ঝর্ণা, নদী, খাল থেকে প্রতিদিন অবৈধভাবে পাথর উত্তোলন এবং পাহাড় কাটা ও নির্বিচারে বৃক্ষ নিধন করছে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী। এসব অসাধু ব্যবসায়ীদের কারণে দিন দিন বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য বিপর্যয় হচ্ছে। এসময় বক্তারা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় নদী, ঝর্ণা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।