বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে নগরের নন্দনকানন শ্রীশ্রী তুলসীধাম পরিচালনা পরিষদ। অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ এর সার্বিক তত্ত¡াবধানে বানভাসি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মহারাজের নির্দেশনায় স্বেচ্ছাসেবীরা গত ২৪ ও ২৫ আগস্ট ট্রাকভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে ফটিকছড়ির সুয়াবিল ভাঙ্গার দিঘির পাড়, মুসলিম পাড়া, বণিক পাড়া, নাথ পাড়া ও ব্রাহ্মণ পাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কানাডা প্রবাসী কৌশিক বিশ্বাস, ইউএই প্রবাসী সজল চৌধুরী, বিকাশ দেবনাথ, রাজীব দত্ত, প্রকাশ নাথ, চট্টগ্রাম থেকে বিধান ধর, ডা. মনোজ চৌধুরী, সাগর বিশ্বাস, ছোটন সহ অনেকে আর্থিক সহায়তার মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও সহযোগিতা করছেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, অধ্যাপক স্বপন চৌধুরী, স্থপতি প্রণত মিত্র চৌধুরী, সাংবাদিক তুষার দেব সহ স্বামী অদ্বৈতানন্দ পুরী-স্বামী অচ্যুতানন্দ পুরী-স্বামী নারায়ণ পুরী মহারাজের শিষ্য ও তুলসীধামের ভক্ত সেবক এবং অদ্বৈত-অচ্যুত মিশনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। এছাড়া রাঙ্গুনিয়ার শিলক, হাটহাজারী ও সীতাকুন্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে। এই দুর্যোগে দুর্গত এলাকায় শুকনো খাবার, পানি, মোমবাতি, ম্যাচ ও খাবারের পাত্র সহ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি