বাদল খিয়াং

1

পাহাড় ও সমতলের চিকিৎসা সেবার বাতিঘর শত বছরের অধিক সময ধরে অসহায় ও গরীব দুঃস্থ মানুষের সেবা দান কারী প্রতিষ্ঠান চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের সফল ও কির্তীমান পুরুষ বাদল খিয়াং এর আজ ১ম মৃত্যুবাষির্কী। এ দিন এলাকার সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান। তিনি সততার সাথে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের হিসাব বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেন। নিষ্টা ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে এলাকার সবার কাছে গ্রহনযোগ্যতায় সকল শ্রেনির মানুষের ভালবাসা অর্জন করেছে। তিনি হাসপাতালে যোগদানের পূর্বে কোদালা চা বাগানে গুরুর্ত্বপূর্ণ পদে থেকে অসহায মানুষের কল্যানে কাজ করেছে। সেখান থেকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের হিসাব শাখার প্রধান হিসেবে যোগদান করেন। হাসপাতালের সুসময় দু সময়ে মানুষটি ছিলেন অনেকটা ছায়া প্রধান কারী হিসেবে কাজ করেছেন। সৃষ্টি কর্তা কিছু কিছু মানুষেকে এ জগতে পাটান অন্ধকারচ্ছন্ন এলাকাকে আলোকিত করার জন্য। সে জন্য বাদল খিয়াং ছিলেন অন্ধকারে আলোর প্রতিক হিসেবে কাজ করা একজন আলোকিত মানুষ। পরিবার থেকে শেখা এক জন সৎ মানুষ আজীবন মানুষ ও এলাকার উন্নয়নে কাজ করার ব্রত নিয়ে সফল ভাবে সততার মার্ধ্যমে হাসপাতাল থেকে অবসর নেন। তার ছোট ছেলে প্রবীর খিয়াং হাসপাতালের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার স্ত্রী ডাক্তার সোয়েইঙ্গি হাসপাতালের সিনিয়র ডাক্তার হিসেবে কাজ করে চলেছেন। বড় ছেলে ডাক্তার সুবির খিয়াং ঢাকার একটি বেসরকারী প্রতিষ্টানের স্বাস্থ নিয়ে কাজ করছেন।
একমাত্র মেয়ে স্বামী সংসার নিয়ে দেশের বাইরে খাকেন। তার স্ত্রী কাপ্তাইয়ে এ বছর রাষ্ট্র থেকে জয়িতা হিসেবে স্কৃতি পেয়েছেন। এছাড়া তার পুরো পরিবার খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য নানা ভাবে কাজ করে যাচ্ছেন। পুরো পরিবার মানুষের কল্যানে কাজ করছেন নিরবিচ্ছন্ন ভাবে। সাদা মনের পরিবার হিসেবে এলাকায় প্রয়াত বাদল খিয়াং পরিবার পাহাড় আর সমতলে মানুষের মুখে হানি ফুটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। বাদল খিয়াং এর পরিবারে অভাব ছিল কিন্তুু মানুষের কল্যানে কাজ করার ইচ্ছে শক্তি ছিল প্রকড়। সততা আর অভাবের মাঝেও তিনি তার পরিবারকে মানবিক চিকিৎসা পরিবার সৃষ্টিতে কখনও পিছ পা হননি। বাদল থিয়াং এর প্রয়ানে এ দিন সমতল আর পাহাড়ের সকল ভাষাভাষি মাসুষ তার জন্য অশ্রæ সিক্ত নয়নে ভেসেিেছলেন। তার শুন্যতা এখানকার মানুষ আজও অনুভব করে । বিশালতার ছায়া বাদল খিয়াং এ আজ ৮ মার্চ প্রয়ান দিবসে সবার কামনা ওপারে তিনি ভাল কাজ ও সততার পুরস্কার পাবেন। তবে এলাকায় শুন্যতা আরেক জন বাদল খিয়াং আজও সৃষ্টি হয়নি।
লেখক : মাসুদ নাসির, সাংবাদিক