বাঁশখালীর বাণীগ্রামে ঋষিকূল শিরোমণি শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের ৪২তম তিরোভাব উৎসব ২১-২৩ মে পর্যন্ত ৩দিন সমাধিপীঠ শ্রীশ্রী দেবীধামে অনুষ্ঠিত হবে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত শ্রীমৎ দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে কর্মসূচির মধ্যে রয়েছে-২১ মে ব্রাহ্মমুহূর্ত থেকে মঙ্গলারতি ও মধুসূদন স্তুতি, বেদমন্ত্র পাঠ ও ধ্বজা উত্তোলন, গীতাপাঠ ও চন্ডীপাঠ, স্বামীজীর সমাধিপীঠে পুষ্পাঞ্জলি নিবেদন, গুরুপূজা, শ্রীপদে তুলসীদান, পঞ্চাঙ্গ স্বস্ত্যয়ন, গীতাপাঠ ও সমবেত প্রার্থনা, অষ্টপ্রহর মহানামযজ্ঞের অধিবাস, সন্ধ্যারতি ও সমবেত প্রার্থনা। ২২ মে অহোরাত্র নামকীর্তন, দুপুর ও রাতে মহাপ্রসাদ বিতরণ, ২৩ মে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও দীক্ষাদান। অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি