চট্টগ্রামের তরুণ উদ্যোক্তারা বলেছেন, ‘বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কাগজে আছে কিন্তু বাস্তবে নেই। চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানীতে রূপ দেওয়ার জন্য উদীয়মান তরুণ উদ্যোক্তারা একমত হয়েছেন। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপ দিতে তারা চেম্বারের সাথে কাজ করবেন। এজন্য প্রায় দুই শতাধিক তরুণ উদ্যোক্তা ইউনাইটেড বিজনেস ফোরামের নেতৃত্বকে বেছে নিয়েছে। কাগুজে বাণিজ্যিক রাজধানী নয়, সত্যিকারের বাণিজ্যিক রাজধানীই আমাদের একমাত্র চাওয়া যেখানে সর্বক্ষেত্রে যে হয়রানি, অহেতুক অর্থ কাটার বাণিজ্য আছে তা বন্ধ করার মাধ্যমে সাধারণ মানুষকে ন্যায্য ও সহনশীল মূল্যে পণ্যসেবা দিতে অঙ্গীকারাবদ্ধ ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের উদ্যমী তরুণ ব্যবসায়ী, উদ্যোক্তা ও শিল্পোদ্যোক্তা নিয়ে আয়োজিত মুক্ত আলোচনায় এসব কথা বলেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ীরা। নগরীর একটি রেস্টুরেন্টে ইউনাইটেড বিজনেস ফোরাম এই মুক্ত আলোচনার আয়োজন করে।
এতে উপস্থিত চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, একযুগ পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় চট্টগ্রাম চেম্বারের নির্বাচন হচ্ছে। সেটিতেও বাধা সৃষ্টি করছে প্রতিপক্ষ। বর্তমানে ট্যারিফসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের নাজুক পরিস্থিতি চলছে। এই পরিস্থিতি থেকে উত্তোরণে একটি শক্তিশালী চেম্বার দরকার। আমরা চাই যারা প্রকৃতপক্ষে ব্যবসায়ী, তারাই যেন চেম্বারের নেতৃত্বে আসেন। সুষ্ঠু ভোট হোক, ভোটের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচিত হোক। আমরা যে প্যানেল সাজিয়েছি সেটিতে পোশাক, পেট্রো-কেমিক্যাল, লজিস্টিকস, মেরিন, ট্রেডিংসহ সব খাতের ব্যবসায়ী আছেন।
মুক্ত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি ও বর্তমান ফোরাম সভাপতি মোহাম্মদ আবদুস সালাম ও বিজিএমইএ পরিচালক এসএম আবু তৈয়ব। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ আমিরুল হক।
বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, বিএসবিআরএ’র সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, ব্যবসায়ী নেতা মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এসএম আবু তৈয়ব, এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক সাকিফ আহমেদ সালাম, বিজিএমইএ’র সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন, এশিয়ান গ্রæপের পরিচালক ওয়াসিফ আমমেদ সালাম, টিকে গ্রুপের পরিচালক আবু উবায়দা মার্শাল প্রমুখ। বিজ্ঞপ্তি










