বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ অনিশ্চিত

4

পূর্বদেশ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা, এই কর্মসূচিটি হাতে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমোদনের প্রয়োজন, যেটা বর্তমানে নেই। গতকাল সোমবার নির্বাচন ভবনের সভাকক্ষে এক বৈঠকপূর্ব ব্রিফিংয়ে ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হবে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ২০০৯ সালে ভোটার তালিকা আইন অনুযায়ী জানুয়ারিতে শুরু হবে। সে সময়টা এখনো আসেনি। আমাদের রুটিন আছে ২ জানুয়ারি থেকে করা। এখন প্রতিদিনের হালনাগাদ করছি। খবর বাংলানিউজের।
কমিশনের অনুমোদন ছাড়া হালনাগাদের বিষয়টি ঘোষণা করবেন কি না, হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কমিশনের কাজ। সুতারং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত কমিশন নেবে। এখন তো আইনে আমার লিগ্যাল অথরিটি নেই। এতো দিন যেটা হয়ে গেছে, সেটা তো আসেনি।
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী পদ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে পালিয়ে যান। পরে সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সেই সময় শেষ হবে আগামী ৪ নভেম্বর। এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয় কমিশন গঠনের ঘোষণা দেয়। এতে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন পদত্যাগ করে।
বর্তমানে কমিশনহীন ইসিতে আইনে নির্ধারিত রুটিন কাজগুলো করছেন ইসি সচিব শফিউল আজিম। আইন অনুযায়ী, কমিশনের অনুমোদনক্রমে প্রতিবছর দুই জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে। এক্ষেত্রে তথ্য সংগ্রহের পর যাচাই-বাছাই, দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশের বিধান রয়েছে। এক্ষেত্রে জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হলে তার আগেই নতুন কমিশন নিয়োগ দিতে হবে।
জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) সেবা নিয়ে ইসি সচিব শফিউল আজিম বলেন, আমি যেটা বিশ্বাস করি, সমস্যাটাকে সামনে নিয়ে আসা। ভোগান্তি আছে, দুর্নীতি আছে, দুর্নীতিবাজ আছে; স্বীকার করতে হবে। আবার সব মানুষ আছে স্বীকার করতে হবে। সেবা দিচ্ছে সেটা স্বীকার করতে হবে। আমরা লাস্ট মিটিংয়ে সপ্তাহে প্রতিদিন ছবি তোলার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চেষ্টা করছি। সুতরাং গুণগত পার্থক্য সম্পর্কে যেন আমরা বলতে পারি, সে লক্ষ্যে কাজ করছি।
তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদে উপজাত হচ্ছে এনআইডি। আজকে ( (সোমবার)পর্যন্ত ১২ কোটি ১৮ লাখ ৫৬০ জন ভোটার হয়েছে। ধারাবাহিকভাবে আমরা ভোটার করছি। মৃত মানুষ তালিকা থেকে বাদ যাচ্ছে।