বাড়ি দখলে নিতে হামলা-ভাঙচুর নারীসহ আহত ৪

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় বাড়িঘর দখলে নিতে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে নারীসহ ৪ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে দখলবাজচক্র ও তাদের ভাড়াটিয়া সস্ত্রাসীরা। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল বুধবার ভোর ৬টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সিকদারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
হামলার শিকার আহত ব্যক্তিরা হলেন, খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রিদুয়ানুল হক (৩৫), তার মা দিলবাহার বেগম (৪৫), বোন রোজিনা আক্তার (২৫) রাহিনু (২২)। হামলার শিকার আহত রিদুয়ানুল হক বলেন, আমাদের সাথে কারো কোন বিরোধ নেই। বুধবার ভোরে স্থানীয় জসিম উদ্দিন সন্ত্রাসী জড়ো করে আমাদের বাড়িঘর জোরপূর্বক দখল করার জন্য চেষ্টা চালায়। এসময় বাঁধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালিয়ে বাড়িঘরে লুটপাট চালায়। হামলা ও লুটপাটের সময় জরুরি পরিসেবা ৯৯৯ এ ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভুইয়া বলেন, খুটাখালী ইউনিয়নে একই পরিবারের ৪জনকে আহত করার ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।