“ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট, মজুদ নাইসহ” যে কোন অজুহাতে রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে চকবাজার অলি খাঁ মসজিদ চত্ত¡র থেকে প্রেসক্লাব অভিমূখে নাগরিক পদযাত্রা আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও যুব ক্যাব চট্টগ্রাম।
গতকাল সকালে পদযাত্রা কর্মসূচিতে সংহতি জনান ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন। যুব ক্যাব মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সদরঘাটের সভাপতি শাহীন চৌধুরী, মহানগরের মিথুল দাস গুপ্ত, চকবাজারের সভাপতি আবদুল আলীম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি নুর মোহাম্মদ চেয়ারম্যান, পাচলাইশের সভাপতি সায়মা হক ও সাধারণ সম্পাদক এম এ আওয়াল, সাংবাদিক কমল চক্রবর্তী, চকবাজারের আনোয়ার হোসেন রনি, মোহাম্মদ ইয়াকুব,হাটহাজারীর লায়লা ইয়াছমিন, পশ্চিম ষোল শহর ওয়ার্ডের সভাপতি এবিএম হুমায়ুন কবির, সমাজকর্মী সাজ্জাদ উদ্দীন, এডাব চট্টগ্রামের সমন্বয়কারী মো. ফোরকান, প্রশিকার মো. মহিন উদ্দীন, যুব ক্যাব মহানগরের নাফিস্ ানবী, মো. সায়েদ, ফয়েজ, শাহরিয়ার আলম তাওসিফ, রাসেল উদ্দীন, ইমদাদুল ইসলাম, করিমুল ইসলাম, রায়হানুল ইসলাম, সিদরাতুল মুনাতাহা, যুব ক্যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম, সদস্য সাইকা আফসার ও মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, পবিত্র মাহে রমজান সংযম ও নাজাতের মাস হলেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী মজুতদারি, “ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট, মজুদ নাইসহ” নানা অজুহাতে রমজান মাসে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট তৈরি করে। এতে অসহনীয় পরিবেশ তৈরি করলেও প্রশাসনের নিরবতা ও অসাধু ব্যবসায়ীদের প্রতি মানবিকতার নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়।
তারা বলেন, বিপুল আমদানি ও মজুতের পরও সয়াবিন তেল উধাও, বাজারে টাকা দিয়েও তেল পাওয়া যাচ্ছে না। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নাই।
পদযাত্রায় কালোবাজরী ও সিন্ডিকেটের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা, পবিত্র রমজান মাসে পণ্যদ্রব্য ক্রয়ে সংযমের পরিচয় প্রদানের জন্য মাসের বাজার একসাথে না করে সপ্তাহের বাজার করা, দরিদ্রদের মাঝে নিত্যপণ্যের বাজার যোগান ও সরবরাহ ঠিক রাখতে ইফতার সামগ্রী বিতরণের পরিবর্তে নগদ অর্থ বিতরণ করার আহবান জানানো হয়।
বক্তরা বাজারের দোকানগুলিতে মূল্য তালিকা না থাকলে, কেউ অতিমুনাফা করলে বা হয়রানি করলে, অবৈধভাবে মজুত করলে ভোক্তা অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ বা ক্যাব এর নম্বরে জানানোর অনুরোধ করেন। বিজ্ঞপ্তি